শিক্ষকমন্ডলী

পরাগ শিশু অঙ্গন -এর শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকেই অভিজ্ঞ ও উচ্চ শিক্ষিত। শিক্ষকমন্ডলীর মধ্যে অধিকাংশ মহিলা, যাদের নিয়ােগ করা হয়েছে শহরাঞ্চল থেকে। তাছাড়া একজন উচ্চ শিক্ষিত প্রিন্সিপাল রয়েছেন। যিনি নিয়ন্ত্রণ করেন সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের।

শ্রেণিকক্ষ

শ্রেণিকক্ষগুলি কুড়ি (২০) ফুট দৈর্ঘ্য ও পনেরাে (১৫) ফুট প্রস্থ বিশিষ্ট। এগুলি এমনভাবে নির্মিত যেখানে আলাে বাতাসের প্রাচুর্য সর্বদাই লক্ষ্য করা যায়। প্রতিটি শ্রেণিকক্ষে পনেরাে (১৫) সেট রঙিন বেঞ্চ ও ডেস্কে মােট ত্রিশজন (৩০) ছাত্র-ছাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। প্রতিটি বেঞ্চে দুইজন করে শিক্ষার্থী বসবে। শ্রেণিকক্ষগুলি রঙ্গিন ও সুসজ্জিত। শ্রেণিকক্ষের যে কোন জিনিস নির্দিষ্ট শিখন সহায়ক হিসাবে রাখা হয়েছে।

পাঠ্যক্রম

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পাঠ্যক্রম অনুসরণে CBSE কর্তৃক সুবিন্যস্ত সিলেবাস অনুযায়ী বিদ্যালয়ের নিজস্ব পাঠ্যক্রম নির্মিত। এখানে শিশুদের শিক্ষার মাধ্যম বাংলা হলেও ইংরেজী ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী

শিক্ষার্থীর সর্বাত্মক বিকাশ সাধনের জন্য পাঠ্যক্রমকে সহ-পাঠক্রমিক কার্যাবলীর সাথে একত্রিত করা একান্ত প্রয়োজন। সহ-পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি অর্জনে সহায়তা করে। এটি শিক্ষার্থীদের চাপমুক্ত করে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করে। সহ-পাঠ্যক্রমিকের গুরুত্ব অনুধাবন করে 'পরাগ শিশু অঙ্গন শিক্ষার্থীদের সহ-পাঠ্যক্রমিকের নিম্নলিখিত সুবিধাগুলি দিয়ে থাকেঃ
১) নৃত্য ২) সঙ্গীত ৩) আবৃত্তি ৪) সরল গল্প ৫) অঙ্কন ৬) কম্পিউটার ৭) খেলাধুলা ইত্যাদি।

ভর্তি সংক্রান্ত
  • ১) ২০২১ শিক্ষাবর্ষের জন্য জুনিয়ার কেজি, (Jr. KG), সিনিয়ার কে.জি. (Sr. KS), স্টান্ডার্ড ওয়ান (Std.-I) ও স্টান্ডার্ড ই(Std.-II) এই চারটি শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে।
  • ২) নির্ধারিত ফি -এর বিনিময়ে ভর্তি ফর্ম ও ভর্তি নির্দেশিকাপ্রসপেক্টাস সংগ্রহ করতে হবে।
  • ৩) উল্লিখিত যে কোনাে শ্রেণিতে ভর্তির যােগ্যতা অর্জনের জন্য প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষায় পাশ করতে হবে।
  • ৪) মৌখিক পরীক্ষা সংঘটিত হবে এক নির্দিষ্ট দিনে যা পরে জানানাে হবে। মৌখিক পরীক্ষার দিন ছাত্র-ছাত্রীর সাথে বাবা-মা উভয়কে উপস্থিত হতে হবে।
  • ৫) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানের নির্ধারিত ফি সমূহ জমা দেওয়ার মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হবে।
  • ৬) ভর্তির পর প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাইলে ভর্তি ফি বাবদ প্রদত্ত অর্থ ফেরৎ পাবেন না।
  • ৭) ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২০শে ডিসেম্বর, ২০২০ সালের মধ্যে এবং বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হবে ২রা জানুয়ারী, ২০২১ সালে।
হােস্টেল সংক্রান্ত তথ্য
  • ২০২১ শিক্ষাবর্ষে কেবল Std.-I Std.-II এই দুটি শ্রেণির ছাত্র-ছাত্রীরাই হােস্টেলে থাকার সুবিধা পাবে।
  • বিছানা পত্র, পড়ার ডেস্ক এবং পাঁচফুট দৈর্ঘ্য ও আড়াই ফুটপ্রস্থ বিশিষ্ট একটি চৌকি এবং বই ও ব্যাগ রাখার ডেস্ক প্রত্যেক হােস্টেল বর্ডারদের দেওয়া হবে।
  • হােস্টেলে মােবাইল ফোন, ট্যাব ও ব্যক্তিগত খেলনা ব্যবহার নিষিদ্ধ। কারাে নিকট এরূপ কিছু পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে এবং অভিভাবককে ডেকে যথাপােযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ডে-স্কলার ফি - ২০২৬
শ্রেণী ভর্তি ফি সেশন ফি মাসিক বেতন ফর্ম ও প্রসপেক্টাস এক্সামিন ফি বাৎসরিক AC চার্জ
Play Gr. ৩০০০ ৪৫০০ ৯০০ ২০০ ৩০০ ১২০০
Jr. KG ৬০০০ ৫৫০০ ৯০০ ২০০ ৩০০ ১২০০
Sr. KG ৬০০০ ৫৫০০ ৯০০ ২০০ ৩০০ ১২০০
Std.-I ৭০০০ ৬৫০০ ১০০০ ২০০ ৩০০ ১২০০
Std.-II ৭০০০ ৬৫০০ ১০০০ ২০০ ৩০০ ১২০০
Std.-III ৭০০০ ৬৫০০ ১১০০ ২০০ ৩০০ ১২০০
Std.-IV ৭০০০ ৬৫০০ ১১০০ ২০০ ৩০০ ১২০০
Std.-V ৭০০০ ৬৫০০ ১১০০ ২০০ ৩০০ ১২০০
ডে-কেয়ার ফি - ২০২৬
শ্রেণী ভর্তি ফি সেশন ফি মাসিক বেতন ফর্ম ও প্রসপেক্টাস এক্সামিন ফি বাৎসরিক AC চার্জ
Std.-I ৭০০০ ৬৫০০ ৩৫০০ ২০০ ১০০০ ১৭০০
Std.-II ৭০০০ ৬৫০০ ৩৫০০ ২০০ ১০০০ ১৭০০
Std.-III ৭০০০ ৬৫০০ ৪০০০ ২০০ ১০০০ ১৭০০
Std.-IV ৭০০০ ৬৫০০ ৪০০০ ২০০ ১০০০ ১৭০০
Std.-V ৭০০০ ৬৫০০ ৪০০০ ২০০ ১০০০ ১৭০০
হোস্টেল ফি - ২০২৬
শ্রেণী ভর্তি ফি সেশন ফি মাসিক বেতন ফর্ম ও প্রসপেক্টাস এক্সামিন ফি বাৎসরিক AC চার্জ
Std.-I ৭০০০ ৬৫০০ ৪০০০ ২০০ ১৫০০ ২২০০
Std.-II ৭০০০ ৬৫০০ ৪০০০ ২০০ ১৫০০ ২২০০
Std.-III ৭০০০ ৬৫০০ ৪৫০০ ২০০ ১৫০০ ২২০০
Std.-IV ৭০০০ ৬৫০০ ৪৫০০ ২০০ ১৫০০ ২২০০
Std.-V ৭০০০ ৬৫০০ ৪৫০০ ২০০ ১৫০০ ২২০০
বিশেষ আকর্ষনীয় ক্লাস সমূহের বাৎসরিক ফি (ঐচ্ছিক):-
# ইভেন্ট বাৎসরিক ফি
1 অঙ্কন ১২০০
2 নৃত্য ১২০০
3 ক্যারাটে ১০০০
4 সঙ্গীত ১০০০
5 স্পোকেন ইংলিশ ১৫০০
6 অ্যাবাকাস ১৫০০
ফি সংক্রান্ত তথ্য
  • ছাত্র-ছাত্রীদের নিম্নভালিকা অনুযায়ী ভর্তি ফি. সেশন ফি, টিউশন ফি ইত্যাদি সকল প্রকার আর্থিক লেনদেন বৈধ অভিভাবক প্রতিষ্ঠানের হিসাব রক্ষকের মাধ্যমে সম্পন্ন হবে।
  • প্রতি মাসের সর্বোচ্চ ১০ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশােধ করতে হবে উক্ত সময় অতিক্রম করলে প্রতিদিনের জন্য ৫ টাকা লেট ফি হিসাবে যােগ হবে।
  • পর পর তিন মাসনে বাকি থাকলে তাকে পুনরায় তিনশো (৩০০) টাকা দিয়ে রেজিস্ট্রশন করতে হবে।
বয়স সংক্রান্ত
শ্রেণী বয়স
Jr. KG ৪+
Sr. KG ৫+
Std. I ৬+
Std. II ৭+
Std. III ৮+
Std. IV ৯+
অভিভাবকদের কর্তব্য
  • অভিভাবকগণ সন্তানের লেখাপড়ার উন্নতি, মানসিক বিকাশ ও চারিত্রিক অবস্থান পর্যবেক্ষণ করবেন।
  • অভিভাবকদের যে কোন অভিযোগ বিদ্যালয়ের প্রিন্সিপালকে জানাতে হবে। বিদ্যালয়ের উন্নতি ও উৎকর্ষতার স্বার্থে অভিভাবকদের যে কোন সুপরামর্শ সাদরে গৃহীত হবে।
  • মাসিকপ্রদেয় ফি যথাসময়ে হিসাব রক্ষকের নিকট অনলাইন অথবা অফ-লাইন জমা করতে হবে।
হােস্টেলের ছাত্র-ছাত্রীদের প্রতিদিনের কর্মসূচী
  • সকাল ৬টা থেকে ৭টা ৩০ মিনিটঃ

    ঘুম থেকে উঠে প্রয়ােজনীয় কার্যাবলী সেরে সংক্ষিপ্ত ব্যায়াম তারপর টিফিন সেড়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে নিজ নিজ কক্ষে গিয়ে পড়তে বসা।

  • সকাল ৭.৩০ থেকে ৯.৩০ মিনিটঃ

    শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে পড়াশুনা করবে।

  • সকাল ৯.৩০ মিনিট - ১০.৪০ মিনিঃ

    এই নির্ধারিত সময়ে হােস্টেল শিক্ষার্থীরা স্নান করবে, খাওয়ার খাবে ও বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নিবে।

  • সকাল ১০.৪৫ মিনিট - বিকেল ৩টাঃ

    বিদ্যালয়ের প্রার্থনা ও ক্লাস।

  • বিকেল ৩টা থেকে ৪টাঃ

    শরীর চর্চামূলক খেলাধূলা করবে।

  • বিকেল ৫.৩০টা থেকে সন্ধ্যা ৬টাঃ

    হাত-মুখ ধুয়ে সতেজ হয়ে টিফিন করবে।

  • সন্ধ্যা ৬টা থেকে রাত ৮ টাঃ

    শিক্ষক/শিক্ষিকার তত্ত্বাবধানে নিজ নিজ কক্ষে পড়তে বসবে। বিদ্যালয়ের কাজগুলি সম্পূর্ণ করবে।

  • রাত ৮টা থেকে ৮.৪৫ মিনিটঃ

    রাত্রের খাবার খাবে ও একটু বিশ্রাম নিবে।

  • রাত ৮.৪৫টা থেকে ৯.৪৫ মিনিটঃ

    শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে আবৃতি, সরল গল্প ইত্যাদি চর্চা করে রাত্রি ১০টায় ঘুমিয়ে পড়বে।

দৈনন্দিন খাবারের তালিকা
বার সকাল ৬.৩০টা সকাল ১০টা বিকেল ৩টা সন্ধ্যা ৫.৩০টা রাত্রি ৮ টা।
সােমবার দুধ, হরলিক্স, টোস্ট ভাত, মাছ, সবজি ভাত, সবজি, ডাল সিজিনাল ফলমূল রভাত, সবজি, ডিম
মঙ্গলবার দুধ, পাউরুটি ভাত, সবজি, ডিম ভাত, সবজি, মাছ সিজিনাল ফলমূল ভাত/রুটি, সবজি
বুধবার দুধ, পাউরুটি ভাত, সবজি, চিকেন ভাত, সবজি, ডাল সিজিনাল ফলমূল ভাত/রুটি, সবজি
বৃহস্পতিবার ঘুগনি মুড়ি ভাত, সবজি, ডিম ভাত, সবজি, ডাল সিজিনাল ফলমূল ভাত/রুটি, ডাল
শুক্রবার মুড়ি, চা, বিস্কুট ভাত, সবজি, ডাল ভাত, ডিম, সবজি সিজিনাল ফলমূল ভাত, চিকেন, ডাল
শনিবার ঘুগনি মুড়ি ভাত, মাছ, সবজি ভাত, সবজি, ডাল সিজিনাল ফলমূল ভাত, সবজি, ডিম
রবিরাব চা, বিস্কুট রুটি, সবজি
(সকাল ৮টা)
ভাত,সবজি,চিকেন
(দুপুর১২টা)
সচাউমিন, ফলমূল ভাত/রুটি, সবজি