পরিবার, সমাজ তথা জাতির উন্নয়ন ও সাফল্যের জন্য দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। আর দক্ষতা অর্জনের চাবিকাঠি রয়েছে উন্নত শিক্ষার মধ্যে। একথা অনস্বিকার্য যে, প্রাথমিক শিক্ষাই হচ্ছে সকল শিক্ষার ভিত্তি। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ফলে শিশুদের উন্নত শিক্ষা ও সার্বিক বিকাশে সফলতা আনার জন্য শিশুকাল থেকেই দক্ষতা, জান ও আচরণ শেখানাে প্রয়ােজন। কিন্তু দুঃখের বিষয় গ্রামাঞ্চলের অধিকাংশ অভিভাবক অবগত নয় যে, শিশুদের প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার প্রতি ঝোঁক তৈরী করার জন্য প্রথমে তাদের মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুত করতে হবে। উপযােগী খেলাধুলা, সামাজিকিকরণ শিক্ষা ও শিল্পী শিক্ষা যেমন - নাচ, গান, আবৃত্তি, গল্প, চিত্রান্কন ইত্যাদির মাধ্যমে শিশুদের দক্ষতা ও আত্মবিশ্বাস তৈরী করতে হবে। তবেই শিশুমনে শিক্ষারপ্রতি ঝোঁক সৃষ্টি হবে।
পরাগ শিশু অঙ্গন শিশুদের একমাত্র প্রতিষ্ঠান যেখানে শিশুদের চাপমুক্ত শিক্ষা প্রদান করা হয়। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য গতানুগতিক শিক্ষা দেওয়া নয়, শ্রেণিকক্ষের শিক্ষার সাথে সাথে এমন কিছু বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়া যা শিক্ষার্থীদের আধুনিক যুগের বিভিন্ন কাজে অংশিদার হতে সাহায্য করবে এবং নিজেকে ভবিষ্যতে সম্পূর্ণ দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে। এ ব্যাপারে আমরা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সকলের আন্তরিক সহযােগিতা ও ভালােবাসা কামনা করি।